Liz fashion Industry Ltd.

CSR Calorie Contribution Program:

লিজ ফ্যাশন ইন্ডাষ্ট্রি লিমিটেড একটি ১০০% রপ্তানিমুখী গার্মেন্টস্ কমপ্লায়েন্স কারখানা,যা দীর্ঘদিন আর্ন্তজাতিক বাজারে সুনাম ,সততা ও দক্ষতার সাথে ব্যাবসা পরিচালনা করছে। আমাদের লক্ষ্য ক্রেতার চাহিদা মোতাবেক মান সম্পন্ন পোষাক উৎপাদন করে সঠিক সময়ে তাদের কাছে পৌঁছে দেয়া এবং পাশাপাশি জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদান রাখা। অত্র কারখানাটি বাংলাদেশের শ্রম আইন, আর্ন্তজাতিক শ্রম আইন এবং ক্রেতাদের আচরন বিধি (ঈঙঈ) অনুযায়ী পরিচালিত হচ্ছে। ইতিমধ্যেই আমরা কিছু আর্ন্তজাতিক স্বীকৃত সনদ অর্জন করতে সক্ষম হয়েছি। তার মধ্যে অন্যতম সনদগুলো হলো - BSCI, OCS (Organic Content Standard), লিজ ফ্যাশন ইন্ডাষ্ট্রি লিমিটেড সবসময়ই ব্যবসায়ের পাশাপাশি সামাজিক ও কল্যাণমূলক কাজে অংশগ্রহন করে আসছে। ইতোমধ্যেই আমরা CSR মূলক কাজ হিসেবে বিনামূল্যে সেমাই ,চিনি ,পোলার চাউল, ও সয়াবিন তৈল বিতরণ কর্মসূচী গ্রহন করেছি যেটি “Calorie Contribution” কর্মসূচী। ২৬/০৭/১৮ ইং তারিখে বেলা ১০.০০ ঘটিকায় প্রত্যেক শ্রমিককে ১কেজি পরিমান তীর চিনি ও দুই প্যাকেট লাচ্ছা সেমাই,পোলার চাউল, এবং সয়াবিন তৈল বিতরণ করা হয়েছে। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন মাননীয় জাকির আহমেদ (মহা-ব্যবস্থাপক) ,মানব সম্পদ এবং উৎপাদন বিভাগের বিভিন্ন কর্মকর্তাগন ।

Annual Feast:

লিজ ফ্যাশন ইন্ডাষ্ট্রি লিমিটেড একটি ১০০% রপ্তানিমুখী গার্মেন্টস্ কমপ্লায়েন্স কারখানা, যা দীর্ঘদিন আর্ন্তজাতিক বাজারে সুনাম ,সততা ও দক্ষতার সাথে ব্যবসা পরিচালনা করছে। আমাদের লক্ষ্য ক্রেতার চাহিদা মোতাবেক মান সম্পন্ন পোষাক উৎপাদন করে সঠিক সময়ে তাদের কাছে পৌঁছে দেয়া এবং পাশাপাশি জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদান রাখা। অত্র কারখানাটি বাংলাদেশের শ্রম আইন, আর্ন্তজাতিক শ্রম আইন এবং ক্রেতাদের আচরন বিধি (COC) অনুযায়ী পরিচালিত হচ্ছে। ইতিমধ্যেই আমরা কিছু আর্ন্তজাতিক স্বীকৃত সনদ অর্জন করতে সক্ষম হয়েছি। তার মধ্যে অন্যতম সনদগুলো হলো – BSCI, OCS (Organic Content Standard), , লিজ ফ্যাশন ইন্ডাষ্ট্রি লিমিটেড সবসময়ই ব্যবসায়ের পাশাপাশি সামাজিক ও কল্যাণমূলক কাজে অংশগ্রহন করে আসছে। ইতোমধ্যেই আমরা CSR মূলক কাজ হিসেবে “বাৎসরিক বনভোজন” কর্মসূচী গ্রহন করা হয়েছে। ২৪/০১/১৯ইং তারিখে বেলা ০১.০০ ঘটিকায় প্রত্যেক কর্মীদের মাঝে ১ প্যাকেট বিরিয়াণী ,সাথে গরুর/ খাসীর মাংস প্যাকেট ও কোমল পানী বিতরণ করা হয় এবং পাশাপাশি র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এই কর্মসূচীতে মাননীয় মহাব্যবস্থাপক, সিনিয়র ব্যবস্থাপক ও অন্যান্য বিভাগের প্রধান ও কর্মকর্তাগন উপস্থিত থেকে খাবার বিতরণ করেন।

CSR Program On Voluntary Blood Donation:

Financial Help:

Free Medical Tratment For Workers Family member:

লিজ ফ্যাশন ইন্ডাষ্ট্রি লিমিটেড একটি ১০০% রপ্তানিমুখী গার্মেন্টস্ কমপ্লায়েন্স কারখানা,যা দীর্ঘদিন আর্ন্তজাতিক বাজারে সুনাম ,সততা ও দক্ষতার সাথে ব্যাবসা পরিচালনা করছে। আমাদের লক্ষ্য ক্রেতার চাহিদা মোতাবেক মান সম্পন্ন পোষাক উৎপাদন করে সঠিক সময়ে তাদের কাছে পৌঁছে দেয়া এবং পাশাপাশি জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদান রাখা। অত্র কারখানাটি বাংলাদেশের শ্রম আইন, আর্ন্তজাতিক শ্রম আইন এবং ক্রেতাদের আচরন বিধি (COC) অনুযায়ী পরিচালিত হচ্ছে। ইতিমধ্যেই আমরা কিছু আর্ন্তজাতিক স্বীকৃত সনদ অর্জন করতে সক্ষম হয়েছি। তার মধ্যে অন্যতম সনদগুলো হলো - BSCI, OCS (Organic Content Standard), লিজ ফ্যাশন ইন্ডাষ্ট্রি লিমিটেড সবসময়ই ব্যবসায়ের পাশাপাশি সামাজিক ও কল্যাণমূলক কাজে অংশগ্রহন করে আসছে। ইতোমধ্যেই আমরা CSR মূলক কাজ হিসেবে শ্রমিক ও কর্মচারী, কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সুস্বাস্থ্যের কথা বিবেচনা করে বিনামূল্যে মেডিক্যাল সেবা প্রদান করার কর্মসূচী গ্রহন করেছে যেটি “ Free Medical Tratment For Workers Family member” কর্মসূচী হিসেবে আখ্যায়িত হয়েছে। ০৯/০৩/১৯ইং তারিখে বেলা ২ ঘটিকা থেকে বিকাল ৫ ঘটিকা পযর্ন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এই কর্মসূচীতে আমাদের ফ্যাক্টরীতে কর্মরত এম.বি.বি.এস ডাক্তার ও আমাদের ফ্যাক্টরীর নার্স উপস্থিত থেকে ফ্যাক্টরীর শ্রমিক ও কর্মচারী, কর্মকর্তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা প্রদান করা হয়।